middle ad

আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো || ইসলামিক গান || শিল্পীঃ আফিয়া জান্নাত

আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো,
তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভাল।
ওগো মা…......... ওগো মা…......... ওগো মা….........

 
 
জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন।
আদর করে ডাক যখন ওরে খোকা শোন।
বলো যদি ছাড়বো সবি তোমায় ছাড়বো না
আর কারো কোলেতে মাগো এ প্রান জোরায় না।
ওগো মা…......... ওগো মা…......... ওগো মা….........

তোমার মত এত আদর কেউতো করে না
সবার থেকেও প্রিয়ো তুমি, তুমি আমার মা।
চলে যদি যাও কখনো, রেখে যেও না,
মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না।
ওগো মা…......... ওগো মা…......... ওগো মা….........

কথা ও সুর: সাইম আল হাসান
Similar Videos

0 Comments: