middle ad

কাফন আমার আপন কবর আমার ঘাঁটি || ইসলামিক গান || শিল্পীঃ আফিয়া জান্নাত

কাফন আমার আপন কবর আমার ঘাঁটি।
ঐ কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী।।

থাকতে হবে নিরালায়
একা একা বাঁশ-তলায়,
চতুর্দিকে রবে শুধু মাটি।।

সাড়ে তিন হাত মাটির ঘর
কারো আপন কারো পর,
কারো আবার ফুলেরই বাগান
কারো বা হবে জাহান্নাম।

কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি।
ঐ কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী।।

মুনকার নাকির আসিবে
সওয়াল জওয়াব করিবে,
না পারিলে সওয়ালের জওয়াব
শুরু হবে কবরের আজাব।

আমলানামা সেদিন তোমার হবে ঘরের বাতি।
ঐ কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী।।
Similar Videos

0 Comments: