middle ad

চোখেরি পলকে তুমি হতে পারো লাশ || ইসলামিক গান || শিল্পী আফিয়া জান্নাত

 
চোখেরি পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস।

হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে।।

তোমার ভয়ে থাকতো মানুষ, ছিলো বাহাদুরী,
ভাবোনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি।
সুতোয় টান দিলে মালিক, পারবে না থাকিতে।। 
 
চোখেরি পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস।

বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়,
বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার।
দামী কাপড় ছেড়ে হবে, সাদা কাফন পরিতে।। 
 
চোখেরি পলকে তুমি হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস।

যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি,
জানাযায় শরিক হবে তোমার প্রতিবেশী।
স্বজনেরা নিয়ে যাবে, তোমাকে পালকিতে।
Similar Videos

0 Comments: