middle ad

হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে || ইসলামিক গান || শিল্পী-আফিয়া জান্নাত

 
হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া
কিসের আশায় রইলিরে মন মালিক রে ভুলিয়া?
ও তুই মালিক রে ভুলিয়া, মালিক রে ভুলিয়া। (২ বার)

ধনসম্পদ পাইয়া হাতে করলি জমিদারি
ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি
ও তুই করলি বাহাদুরি

ধনসম্পদ পাইয়া হাতে করলি জমিদারি
ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি
ও তুই করলি বাহাদুরি

ও তোর রেসমি পোশাক সোনার আংটি
ও তোর রেসমি পোশাক সোনার আংটি
নেবে স্বজনরা খুলিয়া

কিসের আশায় রইলিরে মন মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া মালিক রে ভুলিয়া
ও তুই মালিক রে ভুলিয়া তুই মালিক রে ভুলিয়া

ক্ষনে ক্ষনে কবর ডাকে, আয় রে আমার বাড়ি
মাটির ওপর থাকবি রে তুই দিন কয়েক চারি
ও তুই দিন দুয়েক চারি

ক্ষনে ক্ষনে কবর ডাকে, আয় রে আমার বাড়ি
মাটির ওপর থাকবিরে তুই দিন কয়েক চারি
ও তুই দিন দুয়েক চারি

আসতে তোর হবে একদিন সাদা কাফন পরিয়া
কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া?
ও তুই মালিক রে ভুলিয়া

হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া
কিসের আশায় রইলিরে মন মালিক রে ভুলিয়া?
ও তুই মালিক রে ভুলিয়া? (৩ বার)
Similar Videos

0 Comments: