middle ad

এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া || ইসলামিক গান || শিল্পীঃ আফিয়া জান্নাত

এই মিছে দুনিয়ার মায়া জালে পড়িয়া,
মরনেরি কথা গেছ ভুলিয়া।
যেদিন আজরাইল এসে মারবে থাবা,
রক্ষা পাবে না জান, নিবে কাড়িয়া।

গড়েছো দালান কোঠা বাড়ি গাড়ি,
যেতে হবে কবরেতে সবই ছাড়ি।
সাড়ে তিন হাত সেই মাটির ঘরে,
থাকবে সেথায় তুমি একা পড়িয়া।

হও না যতই তুমি বীর পালোয়ান,
সবকিছু ভেঙে চুরে হবে খান খান।
মালাকুল মওত নিবে জান কাড়িয়া
মাটির দেহ মাটিতে রবে পড়িয়া।

ঘুরিয়া টাকার পিছে কাটালে জীবন,
যুগালে সদা স্ত্রী-সন্তানের মন।
এ ধরাতে তুমি আর থাকবে কতদিন,
এক দিন যেতে হবে সবই ছাড়িয়া।

Similar Videos

0 Comments: