middle ad

মোল্লা দেখলেই চুলকানি-মুহিব খান || ইসলামী সংগীত || শিল্পীঃ আফিয়া জান্নাত

মোল্লা দেখলেই চুলকানি
মোল্লা ছাড়া হয় কি কোরবানী?
—জাগ্রত কবি মুহিব খান


বছর জুড়ে হিংস্র থাবা
মোল্লা দেখলেই চুলকানি,
হাতে ধরে পায়ে পরে
যখন আসে কুরবানি।


হুজুর দেখলেই ভেটকি হেসে
চেটকি মারে যে গাঁধা,
খেটকি মারে বিয়ের বেলায়
মোল্লা কোথায় আয় দাদা।



যারা বলে নিন্দা মনে
হুজুর আবার তেমন কে,
তারাও ডাকে শিশুর জন্মে
হুজুর বাবা আজান দে।


  হুজুর যারা খেজুর ভাবিস
নেতা ভাবিস মালিক সাই,
জানাযাতে ডাকিস কেন
নামাজ পড়াও হুজুর ভাই?


মোল্লা যারা বোল্লা ভাবিস
মোল্লা দেখলেই গা জ্বলে,
বাবার দাফন মায়ের কাফন
মোল্লা ছাড়া কই চলে?


মায়ের বিয়ে মোল্লা পড়ায়
পড়িয়ে যাবে চিরকাল,
নইলে যে তুই জারজ পোলা
সবাই মিলেই দেবে গাল।


সব জায়গাতেই মোল্লা লাগে
মোল্লা ছাড়া হয় কি কাম?
তবে কেন মোল্লার পিছে
বাঁশ দিতে আজ ঝরাস ঘাম?


  হুজুর নামি সবাই দামি
আর ভাবিসনে জানের কাল?
তোর মউতেও লাগবে এদের
শুনে রাখ গাঁধার পাল।


মোল্লা আছে মোল্লা থাকবে
বিশ্বের বুকে লক্ষ সাল,
এদেরকে তুই বন্ধু ভাবিস
ভালবাসিস চিরকাল।

Similar Videos

0 Comments: